ওমর ফারুক, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া ইউনিয়নে খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের মাঝে ১৫ টাকা মূল্যে খাদ্য শস্য বিতরণ প্রকল্পের আওতাধীন খাদ্য বান্ধব কর্মসূচি পালিত হয়েছে।
২১এপ্রিল সোমবার কেরানীহাটে বান্দরবান সড়কের দক্ষিণ পাশে রূপান্তর রূপান্তর সুপার স্টোর পার্শ্ববর্তী সংলগ্ন অবস্থিত হাদিদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মহিউদ্দিন মুকুলে সভাপতিত্বে এ খাদ্য বান্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত খাদ্য বান্ধব কর্মসূচিতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেওঁচিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ জাহেদুল ইসলাম , বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কৃষি অফিসার জুয়েল দাস,১০নং কেওঁচিয়া ইউনিয়ন পরিষদ সচিব অসিম কুমার ধর,বিশিষ্ট ব্যাবসায়ী জসিম উদ্দিন, কেওঁচিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম।
কেওঁচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে আসা রফিক আহমদ বলেন, ১৫টাকা মূল্যে ৩০কেজি চাল পেয়ে তিনি সন্তোষ্ট বলে জানান।
১৫টাকা মূল্যে ৩০কেজি চাল নিতে আসা রুবি আক্তার বলেন আমি চাল পেয়ে অত্যান্ত আনন্দিত বলে জানান।
এব্যাপারে হাদিদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মহি উদ্দিন মুকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন এ কর্মসূচির আওতাধীন ৪৯০টি পরিবারের মাঝে ১৪টন ৭শত কেজি চাল প্রতি পরিবার প্রতি কেজি ১৫টাকা মূল্যে ৩০কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানান।
১০নং কেওঁচিয়া ইউনিয়নের সচিব অসিম কুমার ধর বলেন,প্রতি কেজি ১৫টাকা মূল্যে ৩০কেজি করে ৪৯০টি পরিবারের মাঝে বিতরণের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না তা তদারকি করছি এবং সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে বলে জানান।