বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ এলাকায় অবস্থিত গোপাইখালী জলমহাল। উক্ত জলমহালটিতে মোট ১ একর ১৮ শতক ভূমি রয়েছে। সরকার গোপাইখালী বিল লীজ প্রদানের জন্য গত ৫ জানুয়ারি ২০২৫ ইং বিজ্ঞপ্তি প্রকাশ করলে উক্ত জলমহাল ইজারা গ্রহনের জন্য আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতি ও কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতি লীজ গ্রহনের আবেদন করেন। আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতি তীরবর্তী হওয়ার কারনে ইজারা পাওয়ার উপযুক্ত বলে প্রাথমিক ভাবে বিবেচিত হয়। তখন আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে একটি অভিযোগ দায়ের করে কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক কৌশল মিয়া। যার ফলে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতিকে ১৪৩২- ১৪৩৪ বাংলা সন মেয়াদে ইজারা প্রদান করেন। ইজারা প্রদানের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে,
কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতির কতৃর্ক দায়ের করা অভিযোগ মিথ্যা হওয়ার কারনে অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ইজারা বাতিল ছেয়ে সুনামগঞ্জ জেলার প্রশাসক ও জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর আপীল মোকদ্দমা নং ২০/২০২৫ ইং নীতি ২০০৯ ইং এর ৬(৫) ধারা মতে মেয়াদের মধ্যে আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর সভাপতি মোঃ আলাল মিয়া আপীল দায়ের করেন। গোপাইখালী জলমহালের লীজ প্রসঙ্গে আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর সভাপতি মোঃ আলাল মিয়া এ প্রতিবেদককে বলেন আমার উপর যে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে সি, আর নং ২৯২/২৩ইং মামলা আমার উপর নয় এবং আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জগনাথপুর সুনামগঞ্জ, সি,আর নং ২৮২/২৩ইং জগন্নাথপুর মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ার কারণে মাননীয় আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। লিজ বাতিল চেয়ে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে মাননীয় জেলা প্রশাসক ও জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবরে আমি আপীল দায়ের করি।