কলমেঃ এম আলী হুসাইন
এ কেমন মা দেখছি মানবজাতীর ঘরে
মাছের মাকে হার মানায় নিজ সন্তান হত্যা করে।
সন্তান মেরে করে আবার প্রতারণার কান্না।
দুচোখে দেখি আবার হৃদয়ভর্তি বন্যা।
মালিহা আব্দুল্লাহ ছোট দুইটি শিশু
জানানেই মা জনননি করবে এমন কিছু।
মায়ের কূলে থেকে তারা করছে কত খেলা।
সেই মা আবার তাদের করল যেন
কেমন অবহেলা!
গৃহিনীর ব্যবহৃত বটি দিয়ে করে টুকরা টুকরা।
সন্তান দুইটি বাঁচার জন্য করেছিল হাত জোড়া।
মাগো আমায় মেরোনা, আমরা করবনা দুষ্টামী।
তোমার আদেশ ছাড়া যাব না কোথায় আমি?
মেরোনা ভাইকে আমার বলেছিল মালিহা,
আপাকে মেরোনা বলে চিৎকার করে আব্দুল্লাহ।
ভাই-বোনের আহাজারিতে ছিল আকাশ ভারী।
মাছের মা শুনেনি তখন,কর্ণে দিয়েছিল আড়ি।
মাছের মা তো মা হয়, কিন্ত সে তো আর মা ছিল না।
এ কেমন নিষ্টুর হল! প্রকাশ করার ভাষা নেই জানা।
কুমলমতি সন্তান দুইটি ছেড়ে গেল পৃথিবী।
মানুষগুলো দুঃখ করছে দেখে তাদের ছবি।
ফুটফুটে সুন্দর দুটি কুমলমতি সন্তান।
তাদের গায়ে করল আঘাত মা নামের মাস্তান।
একটি সন্তান নয় ভাই! নয়তো অন্যগর্ভের।
নিজের গর্ভে দশমাস দশ দিন রেখে কেমনে হত্যা করলে!
এই মা তো মা নয় নিন্দাবাদ জানাই।
ওরা জাতীর কলংক! ওদের মুক্ত বাংলা সমাজ চাই।
এমন অনেক মা আছে কত পরিবারে।
ওদের সনাক্ত করে দ্রুত চিকিৎসা করে দাও কারগারে।
মা শব্দটি মাছের মায়ের সাথে আর করোনা যুক্ত।
মাছের মায়ের সদা নিকৃষ্ট ওরা দেশ ও জাতীর কলংক।
যে মায়ের কাছে নয়তো তার সন্তান নিরাপদ।
ওদেরকে সতর্ক না করিলে আরো আছে বিপদ-আপদ।
মাছের মায়েরা আছে দেখ প্রতিটা ঘরে ও সমাজে।
তাদেরকে চেনা যায় তাদের কর্কশ আচরণ ও নিষ্টুর কাজে।
মাছের মায়েরা স্বামীর সাথে করে না ভালো ব্যবহার।
স্বামীর কঠোরতার প্রতিশোধে সন্তানদের প্রতি করে দুর্ব্যবহার।
স্বামী সংসার চায়না মাছের মা নামে আছে যত মা।
তাদের হাতে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে আব্দুল্লাহ-মালিহা।
আব্দুল্লাহ-মালিহার মত আর কোন শিশু-সন্তান।
যেন মাছের মায়ের অত্যাচারে দিতে না হয় জীবন-প্রাণ।
মাছের মা তোমার প্রতি রহিল শত শত নিন্দাবাদ।
তোমাদের শাস্তি দিয়ে এই ভঙ্গভূমি মালিহাদের জন্য করব আবাদ।
মালিহারা পৃথিবীতে আসে তৈরী করে যায় ইতিহাস।
তারা থাকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ।মাছের মায়েরা তৈরী করে পরিহাস।
গাজীপুরের টঙ্গিতে থাকত যে ভাই এক মাছের মা।
মাথা নাকি নষ্ট তার; করছে যে কত বাহানা।
এই জাতী বীরের জাতী, নেই যে কোন ক্ষমা।
মাছের মায়ের বিচার হবে, সঠিক শাস্তি ছাড়া মানবনা।
সন্তান হত্যার পিছনে হয়তো লুকিয়ে আছে রহস্য।
রহস্যময়ী, ছলনাময়ী এই মাছের মায়ের দুষ্টামী হবে প্রকাশ্য।
নারী জাতীর কলংক, মানবজাতীর আতংক।
মাছের মায়ের বিচার চাই মোরা প্রকাশ্য।