কলমেঃ ওমর ফারুক
=============
মাটি খুরদের জ্বালায় বেঁচে থাকা এখন বড় দায়?
হায়রে মাটিরওয়ালা ভাই তোদের কি শরমে নাই?
কেন আমাদের এত কষ্ট দিস তোরা মাটিখুর হইয়া দিব্যি আরামসে মাটি খেয়ে থাকিস।
তোদের এত কিসের অভাব রে মাটির সাথে এমন প্রতারণা করিস?
মরার পর তোরা তো আমার সাথে সম্পর্ক করিস?
তাহলে কেন তোরা এখন আমার সাথে এমন স্বৈরাচারে আচরণ করিস?
সম্পর্ক যদি করতে হয় তোরা আমার সাথে ভালো করে সম্পর্ক করিস।
তোরা আমার সাথে ভাল করে সম্পর্কে না করে মাটি খুর হইয়া কেমনে তোরা বসবাস করিস?
সম্পর্ক হয় না করিস তারপরে তোরা মাটিখুর হইয়া বসবাস না করিস।
হায়রে মাটি খুর ওয়ালা ভাই তুরা মরার পর তোদেরকে আমাকে বুঝিয়ে দিবো তাই।
তখন তোদেরকে আমি কি করে ছাড় দিব তোরা একটু চিন্তা করে ভেবে দেখো না রে ভাই।
তোরা আমার সাথে কেমন স্বৈরাচারী আচরণ করেছিলি তাই।
তোদের জ্বালায় এখন আমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে প্রায়?
সারাদিন পরিশ্রম করার পরও তোরা আমাকে তো রাতে ঘুমাতে দিস নাই,
তাহলে তোরাই বল তোদেরকে কি করে ছাড়ি আমি ভাই?