কলমেঃ গোলাম সরোয়ার খান
নাত বৌ গাঁথে ফুল মালিকা
নাত্নী সাজায় ডালা,
মোর বঁধূয়া পাঙ্খা নাড়িয়া
শুখায় ঘামগুলা।
গ্রীষ্মের এই ভরা দুপুরে
লোডসেডিং হলে,
গতর ঘেমে টপ টপ করে
ঘাম ঝড়ে কপালে।
জন্মদিনের উৎসব হবে
নানান আয়োজন,
প্রকৃতির সব রসদ দিয়েই
মিটাবে প্রয়োজন।
কৃত্রিমতা বাহুল্যে যাক
কেশ যখন পাকা,
গন্ডের ত্বক কুঁচকে গেছে
দন্তহীন মুখ ফাঁকা।
বয়স যাই হোক তাই বলে কি
হবেনা আঁলপনা আঁকা!
সাজিয়ে গুছিয়ে বুড়িরে দিছে
দেখি ঘার করে বাঁকা।
তপ্ত দুপুরের খাঁ খাঁ রোদ্দুরে
ঘরের মেঝেতে বসে,
উজ্জ্বল আলোয় মুখখানি তার
সোনালী আভায় ভাসে।
ষাটোর্ধ বয়সেও ষোড়শীর রূপ
অন্তর দৃষ্টিতে আসে,
কি মহনীয় মায়াবী চেহারায়
ফোকলা দাঁতেও হাসে।
বিধাতার কাছে আর্জি জানাই
যতই থাকুক ত্রুটি,
মরনের আগে মারিওনা মোদের
ভেঙে দিয়ে জুটি।