স্কুল জীবন
সে তো এক শ্রেষ্ঠ সময়,
জীবনের সবচেয়ে সুন্দর মূহুর্ত।
নেই কোন দূশ্চিন্তা, নেই বিষাদের ছোঁয়া,
শুধুই খেলা, হাসি আর র্নিভাবনার রোয়া।
স্কুলের মাঠের পাশে,
ঠায় দাঁড়িয়ে থাকা সেই বিশাল গাছ,
সেখানে বসত আমাদের হাসির আসর,
এখনো গাছগুলো দাঁড়িয়ে আছে,
শুধু নেই বন্ধুদের কলরব,
নেই গানের সুরের উচ্ছ্বাস।
লাইব্রেরির বুকশেলফে সাজানো বই
এখনো আছে আগের মতোই,
কিন্তু নেই সেই কিশোর আমি,
যে ক্লাসের ফাঁকে হারিয়ে যেতো
বইয়ের পাতায়, গল্পের জগতে।
যদি কখনো বান্ধবীদের আগে পৌঁছে যেতাম,
দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকতাম,
অপেক্ষা করতাম চঞ্চল পায়ে-
এখন আর সে অপেক্ষা নেই,
শুধু রয়ে গেছে স্মৃতির ছায়া।
বহুবছর পর ফিরে গিয়ে দেখলাম,
সবই আছে আগের মতোই,
শুধু আমরা নেই,
আমরা রয়ে গেছি স্মৃতির পাতায়।
এই দিনগুলো আর কখনো ফিরবে না,
মনের কোণে বাজবে শুধু
একটুকরো অতীতের গান।