আরিফুজ্জামান জুলহাস
সংসার মানে হাঁসফাঁস জীবন,
ভোরের ঘুমে বাজে যে সুরধুন।
চায়ের কাপে ধোঁয়া উড়ে যায়,
স্বপ্নগুলো ঘরে ফিরে চায়।
ভাতের হাঁড়ি, ডালের সুবাস,
ছোট্ট ঘরেই লুকানো আশ।
খাটের কোণে কাঁথা বিছানো,
ভালোবাসা মুখে না বলা।
বাজার করা, দাম করা ভুল,
পাশে থেকে কে বোঝে কূল?
বাচ্চার চোখে ঘুম না এলে,
রাতের শেষে নিঃশ্বাস মেলে।
সংসার মানে কাজের ভিড়,
মনের মাঝে হাহাকার জির।
তবুও তাতে আনন্দ থাকে,
বুকের গভীর জায়গা আঁকে।
ভাঙা থালায় ভাগের ভাত,
তবুও চোখে নবান্নর রাত।
ঝগড়া রাগে মুখ ফিরিয়ে থাকা,
আবার সন্ধ্যায় একসাথে রাখা।
সংসার মানে কাঁধে কাঁধ,
নিথর বুকে জেগে থাকা স্বাদ।
একটি হাসি, একটি কান্না,
হাজার রঙের বুনোন যেন আঁচল টানা।
সংসার মানে দাঁড়িয়ে থাকা,
ঝড়ের মুখেও না ভেঙে যাওয়া।
শত সমস্যায়, শত দহন,
তবুও মনে জীবনের পণ।
সংসার মানে পুরনো বাড়ি,
চালে ফুঁটে শীতের পাড়ি।
বাচ্চার হাসি, স্কুলের ব্যাগ,
জীবনের ঘরে অদৃশ্য ফাগ।
সংসার মানে মা’র পাটচোলা,
বাবার চোখে না বলা বলা।
সংসার মানে যতন করে,
ভাঙা বাসন সাজাও নড়ে।
সংসার মানে গল্প বলা,
রাতের শেষে চাঁদে চলা।
পাশে কেউ এক, চুপচাপ হেসে,
বলছে, আছি সব সয়ে বেশে।
সংসার মানে প্রেমের গাঁথা,
আধভাঙা ছাদে পূর্ণতা পাথা।
রোজকার ধুলায়, রোজকার ক্ষয়ে,
বেঁচে থাকার নাম সংসার হয়ে।