সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে প্রয়াত সাংবাদিক শংকর রায় স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ Time View

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক প্রয়াত শংকর রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। আজ ২৩ এপ্রিল, বুধবার রাত ৮টায় স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম–এর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু এবং অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল।

সভায় প্রয়াত শংকর রায়ের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ, সদস্য অরূপ সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি আলী হোসেন, প্রেসক্লাব সদস্য জুয়েল আহমেদ, সুমিত রায়সহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রয়াত শংকর রায় শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সমাজের বিবেক, ন্যায়ের পথে অবিচল এক সাহসী কণ্ঠস্বর। সত্য প্রকাশে তাঁর কলম ছিল নির্ভীক, আর সমাজের অসঙ্গতি, দুর্নীতি এবং প্রান্তিক মানুষের দুর্দশা তুলে ধরতে তিনি কখনো পিছপা হননি।

তাঁর লেখনী ছিল সময়ের সাক্ষ্য বহনকারী। তিনি সাংবাদিকতার মাধ্যমে যেমন সমাজের দর্পণ হয়ে উঠেছিলেন, তেমনি তাঁর সততা, স্পষ্টবাদিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে করেছিলেন সমাজের এক অনন্য ব্যক্তিত্ব। বক্তারা আশা প্রকাশ করেন, শংকর রায়ের আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

সভা শেষে প্রয়াত শংকর রায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

স্মরণ সভাটি ছিল গভীর শ্রদ্ধা, স্মৃতিচারণ এবং অনুপ্রেরণায় ভরপুর এক সন্ধ্যা—যেখানে উঠে আসে একজন নিঃস্বার্থ সমাজসেবী ও আদর্শ সাংবাদিকের জীবনের নানা দিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102