রাজা ছাড়া রাজ্য
এক দা বণিক রাজা,
রাজ্য ছাড়া রাজা।
রাজ্য শাসন ইচ্ছে তাঁর,
মনে ছিলো সাজা।
ঘুমের মাঝে স্বপ্ন দেখে,
রাজ্য শাসন করা।
রাজ্যে তার প্রজা সাধারণ,
পাইক পেয়াদায় ভরা।
যতই যেতে থাকে রাজার,
বছর দিন মাস।
রাজ্য পাওয়ার স্বপ্ন রাজা,
গড়লো ইতিহাস।
রাজ্য জয়ের ফন্দি ফিকির,
আঁটলো রাজা মনে।
ইচ্ছে মত দুরোভিসন্ধি,
দুর্বৃত্তদের সনে।
রাজা পেলো রাজ্য শাসন,
পেলো পাইক পেয়াদা।
রাজ্যেের ভালো করবে রাজা,
করলো যত ওয়াদা।
রাজসিংহাসনে বসে রাজা
রাজ্য চালায় সুখে।
রাজ্যের সব প্রজা সাধারণ,
মরছে ধুঁকে ধুঁকে।
কেউ শুনে না রাজার কথা,
রাজা যাহা বলে।
রাজার কথায় পাইক পেয়াদা,
উল্টো দিকে চলে।
এবার রাজা বেড়িয়ে গেলেন
রাজ্য থেকে চলে।
রাজা ছাড়া রাজ্য এখন,
গেলো রসাতলে।
দেশটা হবে ধন্য
তুমি আমায় কিল দিলে,
আমিও দিলাম কিল।
তোমার আমার মাঝে তো ভাই,
থাকলো না আর মিল।
তুমি না হয় অপরাধ টা,
করেছো ভাই ভুলে।
আমি কেন সেই অপরাধ,
নেবো হাতে তুলে?
তুমি করেছো অন্যায় অনেক,
অপরাধ মূলক কাজ।
আমি না হয় মানুষকে নিয়ে,
করি ভালোবাসার সাজ।
তাবেই কল্যাণ হবে রে ভাই,
তোমার আমার জন্য।
তুমি আমি বাঁচবো সবাই,
দেশটা হবে ধন্য।
কৃষকের দাম
ভোরের সূর্য উঠে যখন,
কৃষক যায় কাজে।
মনটা দিয়ে করে কাজ,
সকাল কিংবা সাঁঝে।
কাজ করে কৃষক তাঁর,
ঝড়ায় গায়ের ঘাম।
তবুও তার এই সমাজে,
নাই তো কোন দাম।
হার ভাঙা শ্রম দিয়ে,
কৃষক ফলায় ফসল।
এই সমাজে খাঁটি তবে,
মোদের কৃষক আসল।