সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ পতি পরমেশ্বর ! জগন্নাথপুরে খেলাফত মজলিস প্রার্থী শেখ মুশতাক আহমদের গণসংযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে প্রশাসনের মত বিনিময় জয়কলস ইউনিয়নে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল প্রতীকের গণসংযোগে জনস্রোত জগন্নাথপুরে সর্বত্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে অটোরিকশার দীর্ঘ লাইন আমিরাবাদ রিদুয়ান স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা সম্পন্ন পাহাড়ি মেয়ে-কবিতা গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে প্রচার চালাবে বিকল্পধারা বাংলাদেশ বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে ডিমলায় আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি জোটগত নির্বাচনে ঐক্যের ডাক, লোহাগাড়া এনসিপি- জামায়াতের মত- বিনিময়

কবিতাঃ কষ্ট আমারও হয়

Coder Boss
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯০ Time View

কলমেঃ নাসরিন ইসলাম

কষ্ট আমারও হয় ——–
তুমি হীনা! পার্থিব জগৎ-সংসার
নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বিন্দুমাত্র নয়!
কেবল-ই বিষাদপূর্ণ ময়—–
শত সাধনায় প্রাপ্তি জনম যেনো
পথভ্রষ্ট’র বাঁকে বাঁকে উপনীত হয়!

জেনে নেও, “ওহে বোহেমিয়ান ”
কষ্ট আমারও হয়——
ক্লেশের গোগ্রাসী বাণের তোড়ে
চলছি ভেসে সহস্রাব্দ কাল ধরে ।

আঁকড়ে আছো বুক-পাঁজর জুড়ে
আহা! নিস্প্রভ নিস্পৃহতায় —
নিচ্ছিদ্র যাই নিঃশব্দে অঝোরে ঝরে
তবুও যাই না তো
তার হতে বিন্দুমাত্র দূরে সরে!

কষ্ট আমারও হয়;
কষ্টে কষ্টে ঝাপটে ধরি
নিঁকশ আঁধার,
কতশত প্রশ্ন’র ভীড়,
ছুঁড়লো যেনো ছুঁচালো ধনুক তীর
যন্ত্রণায় কুপোকাত ক্ষূধা-আহার
দানা বেঁধে গড়ে চলে বিষন্ন’র পাহাড়!

কষ্ট? কষ্ট আমারও হয় —–
তবুও কেনো?
আজও রই যে পড়ে,
বেঁচে তো আছি
ঐ বলয় লেপটে রয়েছি —-
কোন এক মুগ্ধতার ঘোরে
শতাব্দীর পর শতাব্দী ধরে!

কষ্ট আমারও হয়—-
যপতে যপতে তার নাম
দর্শন মিললো গোঁধূলী রংয়ের বাহার—–
সদুত্তর বহুৎ পরের তান,
সুমিষ্ট কন্ঠে ধরেনি সে মুগ্ধতায় গান!

ছিঁটেফোঁটা কথনে ছিলো কার্পণ্য যার
প্রাণবন্ত হাসি কি করে চাই আরবার?
মলিনতায় ভরপুর তার জনম পাথার
বোঝার আকাশ মেঘলা ধূসর।

তবুও মমত্ব’র নগরী তে
আজও আছি তো পরে,
প্রতিক্ষারত—–
কোন এক অরোরা ভোর’র দোরে
নতুবা বিধ্বস্ত বিলীনের তরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102