
কবি: বাসুদেব বসু (শিক্ষক)।
ছোট বেলায়
ভালবেছিলাম,
সে চলে গেল ছাড়ি
মন থেকে ভুলে গেলাম।
ভুলের মাশুল
আজও গুনি,
মনকে যত বুঝাই
মনে জাগে তারি।
লাল পেড়ে
শাড়ী পরে,
যায় সম্মুখ দিয়ে
ব্যথা জাগে অন্তরে।
ভুলতে পারি না
যতই বুঝাই মনকে,
মন যে মানে না
আমার যে কত কষ্ট মনে।
স্বপ্নের মাঝে
চিৎকার করে উঠি,
ধরতে যাই
ধরতে নাহি পারি।
শুনলাম একদিন
সে নাই এ জগতে,
গেছে পৃথিবী থেকে
নশ্বর দেহ আছে পড়ে।