আতিকুর রহমান, জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে ২৬৪ বোতল বিদেশি মদ ও নৌকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রক্তি নদীর ভিতর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবেদ আলীর ছেলে মো. সাকিবুর রহমান (৩২), মৃত শমসের আলীর ছেলে জুনেল মিয়া (৩২) ও আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল (২৪)পুলিশ জানায়, খবর পেয়ে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রক্তি নদীতে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক নৌকায় তল্লাশি করা হয়। এতে ২৬৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বিদেশি মদ নৌকাযোগে বিভিন্ন রোডে স্থানীয় এলাকাসহ রাজধানীতে বিক্রি করে আসছে।জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।