বাঘ না থাকলে হরিণই নেতা,
বুকে নেই তেজ, তবু বড় কথা।
শাল যদি ভাঙে, নাম তার শাল,
চালাকির মুখোশে চলে টালমাটাল।
ঝুটা খেয়ে বড়, বলে গলা ফাটায়,
বড়বাড়ির নাম শুনলেই বুক কাঁপায়।
যা দেখিস চোখে, সবটাই কি ঠিক?
বড়রা চুপে চলে, তবু দেয় শিক্ষা বিক।
তাদের সময় নাই নিচে তাকাতে,
হাত গন্ধ করবে মাছি মারতে?
সামলে চল ভাই, করিস না দম্ভ,
নাহলে জ্বলে পুড়বি, পড়বি এক ধ্বংস।