সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা মঙ্গলবার সকালে দিরাই জালালসিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও পিএফজি সদস্য সৈদুর রহমান তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য আলী আহমদ খান, ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সুলতানা রাজিয়া, কুলঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইসমাইল চৌধুরী, অনির্বাণ সাংস্কৃতিক সংসদ এর অর্থ সম্পাদক বকুল চন্দ্র বনিক,তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য হাফছা বেগম, শিক্ষিকা পারভীন বেগম, দিরাই রিপোটার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাস, ইয়ূথ এ্যাম্বাসেডর গ্রুপের লিপিকা বিশ্বাস, আশরাফ উদ্দিন, নাজিয়া সরদার, সুবর্ণা আক্তার, মাহফুজ ও রিয়াজুল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
সভায় এ মাসেই সম্প্রীতি ময়দানে ফিস ইভেন্ট এর আয়োজনের সিদ্ধান্ত হয়। ২২ মে ওয়েভ গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।