প্রশংসা: মাও: নূরে আলম
শুনো শুনো শুনো সবাই
বলি এক গল্প,
এক যে ছিল ইমাম সাহেব
তার রাগ ভারি অল্প।
সবাই তাকে ভালোবাসে
আট থেকে আশি,
তিনি প্রথম দৌড়ে আসে
মাঝ রাতে উঠলে কাশি।
মুসল্লীদের ভালোবাসেন
আগলে রাখেন তিনি,
গুড়ের চেয়েও মিষ্টি তিনি
তাই দেখে লজ্জা পায় চিনি।
ধৈর্যশীল ব্যক্তি
ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে
সর্বদা আছেন প্রভু,
রব তোমার সাথে আছেন
ভয় করো না কভু।
ধৈর্য ধরো আসবে সু- দিন
হাসুক ওরা যত,
সময়টাকে কাজে লাগাও
তুমি তোমার মত।
পিছের লোকে যে যাই বলুক
কান দিও না তাতে,
কর্ম গুণে প্রমাণ করো
সময় আছে হাতে।
সফলতা আসবে যেদিন
নিরব হবে সব,
ধৈর্য ধরো শ্রম করে যাও
পাশে আছেন রব।