মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা
খুলনা বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডাকোট ইউনিয়নের ঝিনাইখালি গ্রামের মোঃ ওবায়দুর শেখ এর বাড়ির গরুর গোয়াল ঘর থেকে গতরাতে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে পাঁচটি গরু চুরি হয়ে যায়। ওই একই গ্রামের মাষ্টার সমীর কুমার দত্তের বাড়িতে গরুর গোয়ালের দরজার তালা ভেঙ্গে দুটি গরু চুরি হয়ে যায়। সকালবেলা ওবায়দুর শেখ ও মাষ্টার সমীর কুমার দত্ত যখন গোয়াল ঘরের থেকে গরু বের করার উদ্দেশ্যে গোয়াল ঘরে যায় তারা দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা এবং গোয়ালের ভিতর গরু নাই। তারা দুজন চিৎকার করে ওঠেন আশেপাশের লোকজন এসে দেখে গোয়াল ঘর শূন্য। ঝিনাই খালি গ্রামের মোহাম্মদ ওবায়দুর শেখ ও মাষ্টার সমীর কুমার দত্তর ছোট বড় সাতটি গরু চুরি হয়ে যায় গতরাতে। তারা সহ গ্রামের লোকজন তৎপর হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন, এখনো পর্যন্ত গরু বা গরু চোরের হদিস পাওয়া যায় নাই উক্ত গরু চুরির ঘটনায় স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন।