কামরুল ইসলাম, চট্টগ্রাম
মাননীয় প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে স্পট পরিদর্শন, নিরাপত্তা ব্রিফিং ও দিকনির্দেশনা প্রদান।
অদ্য ৭.৫.২৫ খ্রিস্টাব্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ড.মুহাম্মদ ইউনুস মহোদয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পট পরিদর্শন এবং জেলার দায়িত্বরত সকল অফিসারদের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
এই সময়ে জেলা পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) ও হাটহাজারী থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।