শনিবার, ১০ মে ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাটে চাষের ট্রাক্টর উল্টে চালক নিহত নিয়ামতপুরে ছাত্রলীগ নেতা আরিফ গ্রেপ্তার মানবতা আজ কোথায় বাগেরহাটের মোংলায় সরকারী হাসপাতাল ১০০ শয্যার দাবিতে মানববন্ধন সুন্দরবনের ৬৫০ পিচ গরাণ কাট ও দুইটি পিকআপ গাড়ীসহ আটক ৫ খুলনার দাকোপের লাউডোবখুটাখালী(বাজুয়া) বাজার নৈশপ্রহরী পরিচালনা কমিটি গঠন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের (১৬৪তম) জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা শিল্পকলায় আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ৩ মিসেস ফারজানা শেখ সুমি বিশ্ব মা দিবস আজীবন সম্মাননা ২০২৫ এ মনোনীত নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে উড়ে গেল বাড়ির টিন

সেনাবাহিনীর সহায়তায় ২ বছর পর ঘরে ফিরল এক বম পরিবার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২১ Time View

থানচি (বান্দরবান) প্রতিনিধি

সেনাবাহিনীর সহায়তায় কেএনএফ-এর অত্যাচারে পালিয়ে যাওয়া বম পরিবার ফিরল নিজ গ্রামে। বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেড অধীনস্থ ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ২ বছর পর থানচি উপজেলা সীমান্তে সদর ইউনিয়নের প্রাতা পাড়া বম পাড়ার ১টি পরিবারের ৫ সদস্য নিজ বাড়িতে ফিরে এসেছে।

বৃহস্পতিবার দুপুরে থানচি সদর ইউনিয়নের ৩ নং ইউনিয়ন প্রাতা পাড়া বম পাড়ায় প্রবেশ করেন তারা। এ সময় পাড়াবাসীকে সেনাবাহিনীর বাকলাই পাড়া সাব জোন ক্যাম্পের সেনাসদস্য কর্তৃক সুস্বাদু খাবার খাওয়ানো হয়। এছাড়াও আগত পরিবারকে মেডিকেল সহায়তা ও ওষুধপত্র প্রদান এবং তাদের মাঝে শুকনা রসদ(পরিবারকে চাল ০৫ কেজি, আটা ২ কেজি, চিনি ২ কেজি, তেল ২ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি চা-পাতা ১ কেজি ও মসলা সামগ্রী) বিতরণ করা হয়।

প্রাতা পাড়া পাড়াবাসী জানায়, ২০২৩ সালে এপ্রিল মাসে পাড়ায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা ভর দুপুরে পাড়া গ্যারাও করে এবং পরবর্তীতে বাকলাই পাড়া সেনা সাব জোন ক্যাম্পের সেনা সদস্যরা সশস্ত্র কুকি চিনদের আস্তানায় কে এন এফ সদস্যদের আটক করতে অভিযানে মাঠে নামলে বিভিন্ন সময়ে কেএনএফ সদস্যগন পাড়াবাসীর উপর নানা রকম নির্যাতন ও অত্যাচারের দরুন তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়। ওই সময় নিরাপদে আশ্রয় নিতে মোট ১৮ টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে সেনাবাহিনীর তত্ত্বাবধানের ১২ টি বম পরিবারের ৭৫ জন সদস্য বাড়িতে ফিরেছে। গত ১৮ ডিসেম্বর ২০২৪ সালে।
এরই ধারাবাহিকতায় আজ একটি পরিবার পাড়ায় আগমন করে।

প্রাতা পাড়া পাড়ার বাসিন্দা পারক্যালিং বম (৬৮) বলেন, কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমস্যার কারণে তারা দীর্ঘ ২ বছর যাবৎ বনজঙ্গলে, বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে ছিলো। সেনাবাহিনীর আশ্বাসে আজকে বাড়িতে ফিরতে পেরে খুব খুশি লাগছে তাদের। পাড়ার নতুন আগমন সদস্য রোয়াল চম বম (৪৪) বলেন, প্রায় ২ বছর পর বনজঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় অনেক দিন পর নিজ পাড়ার বসতভিটায় ফিরতে পেরেছি। এত আনন্দ বলার মতো না।

বসত বাড়িতে ফিরে রুই শিং বম (৪০) বলেন, দীর্ঘ ২ বছর আগে তাঁরা পাড়া ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। সেনাবাহিনীর কারণে নিজ প্রাতা পাড়া পাড়ায় পরিবারসহ ফিরতে পেরে খুব আনন্দবোধ করছেন।

বাকলাই সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ জুবায়ের জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবাসন ও ফেরত আসা জনগোষ্ঠীর চাকুরীর ব্যবস্থা, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনীয় খাবারের রসদ সরবরাহ ইত্যাদি ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102