মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ:
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ রেজাউল করিম বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সাহিত্য কর্মের উৎস ও প্রেরনাস্থল এই সবুজ শ্যামল বাংলাদেশ। এদেশের তৃনমুল মানুষ, নদী ও নদীতীরের প্রাকৃতিক সৌন্দর্য তার চিন্তা ও মননে যে নান্দনিক ভাব ও ভাষা শিল্প সৃষ্টি করেছিল, সেটাই আজ বাংলা সাহিত্যে ও সংস্কৃতির গৌরবময় অর্জন। তিনি শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যের ইতিহাসেও চিরস্থায়ী হয়ে আছেন। গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলা উপজেলার দক্ষিনডিহি রবীন্দ্র কমপ্লেক্সে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্ধিতীয় দিনে রবীন্দ্রনাথ ও বাংলাদেশের প্রকৃতি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাচার্য ফুলতলার দক্ষিনডিহি ও রুপসার পিঠাভোগের সাথে কবিগুরুর গভীর আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জগতে প্রকৃতি শুধুমাত্র পটভুমি নয়, বরং একটি সতন্ত্র চরিত্র হয়ে উঠেছে। তিনি বাংলার মাঠ- ঘাট নদী,বৃক্ষ, ঋতু পরিবর্তন – এই সবকিছুকে হ্নদয়ের গভীরতা থেকে অনুভব করেছেন এবং তা শিল্প রুপে প্রকাশ করেছেন।বাংলাদেশের পদ্মা, আত্রাই, চলনবিলের বুকে ঘুরতে ঘুরতে তিনি রচনা করেছেন অনেক গান। এ সৃষ্টি ছিল তার প্রানের আনন্দ। তিনি আরো বলেন, রবীন্দ্রনাথের প্রকৃতিচেতনা শুধু নান্দনিক নয়, তা মানবিক ও দার্শনিকও। বর্তমান সময়ে, যখন প্রকৃতি বিপন্ন, জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে, তখন রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে যান প্রকৃতিকে ভালবাসতে হলে তাকে আত্মার জায়গা থেকে ভালোবাসতে হবে। তাই রবীন্দ্রনাথকে কেবল সাহিত্যের পাঠ্যসুচিতে নয়, জীবনের পাঠ্যক্রমে গ্রহণ করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা) নুরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চার বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন খুবির মর্ডান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ শাহজালাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন ও ফুলতলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: রুহুল আমীন। সাগত বক্তব্য রাখেন, ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামান আরিফ ও জান্নাতুল নাঈম।