
শেখ আবু আসলাম বাবু
মাকে ভালোবাসে যে জন
আলোকিত হয় তাঁর জীবন
আমার মা আমার অহংকার আমার ভালোবাসা
আজ আমার মা নাই , কিন্তু মায়ের আদর্শ ভালোবাসা মায়ের মমতা, শাড়ির আঁচলের সুশীলতা , আনন্দ অশ্রুর সেই স্মৃতি আমাকে করে তোলে আবেগময়, মায়ের আলোর দিশারী হয়ে বিশ্ব মা দিবস আমাদের শিক্ষা দেয় ভালোবাসো নিজেকে ,ভালোবাসো জগত সংসারকে, ভালোবাসো সমস্ত সৃষ্টিকে , ভালোবাসো, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালাকে। আল্লাহ তায়ালার পরে মা, আজিকার এই দিনে আমার মাসহ প্রয়াত সকল মাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি । আর যাঁরা জীবিত আছেন সে সকল মায়েদের সুস্বাস্থ্য ও শুভকামনা করি। পৃথিবীর সমস্ত মা ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা আমার,,, মায়ের কান্না নয় , মায়ের হাসি কি অপূর্ব, কি স্নিগ্ধতা কি মুগ্ধতা কি বিস্ময়কর ,কি অব্যক্ত সুবাসিত অনুভূতি ,এক নতুনত্বের আশ্বাদ যা ভাষায় প্রকাশ করা যায় না।