শেখ মিন্নাতুল মকসুদ অর্চি
মা তোমাকে ভালবাসি বলেই তো
এত বিরক্ত করি।
মা তোমাকে ভালবাসি তাই তো
তুমি একটু মন খারাপ করলে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়।
মা তোমাকে ভালবাসি এই জন্যই তো
তোমার একটু বকা খেলেও আমার কান্না পায়,বিসন্ন লাগে।
মা তোমাকে ভালবাসি তাই তো তুমি রাগ করলে আমিও তোমার উপর অভিমান করি।
মা তোমাকে ভালবাসি তাই তো
আবোল তাবোল কাজগুলো করে
তোমাকে হাসাতে চাই।
মা তোমাকে ভালবাসি বলেই তো
তোমাকে ছাড়া কোথাও যেতে ইচ্ছে করে না।
মা তোমাকে বড় ভালবাসি তাই তো
রাতে তোমাকে ছাড়া একা ঘুমাতে পারি না।
মা তোমাকে ভালবাসি তাই তো তোমার একটু
অসুখ হলেই মন খারাপ করে বসে থাকি।
মা তোমাকে ভালবাসি তাই তো
তোমার ভালোলাগা গুলো
আমারও ভালো লাগে।
মা তোমাকে ভালবাসি তাই তো
পরীক্ষার হলে যখন ভয় করে তখন
তোমার মুখটা মনে করি।
মা তোমাকে ভালবাসি তাই তো
তোমার স্বপ্ন গুলো পূরণ করার চেষ্টা করি।
মা তোমাকে না বড্ড বেশি ভালবাসি
কখনো তো বুঝাতে পারি না কতটুকু ভালবাসি,
তবুও বলছি মা তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালবাসি।