ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাট উপজেলা হিসাবরক্ষণ অফিসে চলছে বিশেষ সেবা প্রদান কার্যক্রম। সিএজি এর ৫২ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চলছে এই বিশেষ সেবা।১২ মে থেকে শুরু হওয়া এই সেবা কার্যক্রম চলবে১৫ মে পর্যন্ত।সম্মানিত পেনশনারদের লাইফ ভেরিফিকেশন এপস’র’ মাধ্যমে নিজেরা যাহাত করতে পারেন,পারিবারিক পেনশন কি ভাবে সহজে পাইতে পারেন, তাদের প্রতিবন্ধী সন্তানরা কি ভাবে সহজে পারিবারিক পেশন পাইতে পারেন সে বিষয়ে অবহিত করণ,পেনশনারদের বিভিন্ন তথ্য সংশোধন, সরকারী অফিসের টিএ,ডিএ,সামারীবিল,জিপিএফ থেকে টাকা উত্তোলন প্রভৃতি বিষয়ে অবহিত ও পরামর্শ প্রদান করা হচ্ছে অফিসে আগত পেনশনারদের। মোট ৩৫৭ জন পেনশনার রয়েছেন সেবা গ্রহনে। হিসাবরক্ষণ কর্মকর্তা শ্রী কাঞ্চন চক্রবর্তী,অডিটর রুবেল আহমদ,কম্পিউটার অপারেটর সাহেল আহমদএই সেবা প্রদান করছেন। পেনশন বিষয়ে নানা পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছেন উপজেলার সেবা গ্রহীতারা।