
কলমেঃ রওশন রোজী
দিন চলে যায় রাত আসে,
মনের গভীরতায় তোমার ছবি ভাসে।
দীর্ঘ রজনী নিদ্রাবিহীন,
ভোরের অপেক্ষায় কাটে দিন।
অপেক্ষায় মেলে যদি তাহার পদধ্বনি
স্বপ্নের ছবি আঁকবে কি বিশাল রজনী।
কথা দিয়ে কথা রাখেনি,
দীর্ঘ গুমট ভাঙ্গে নি।
রয়ে গেছে অন্তরে অজস্র ব্যথা,
রাগেনী এসে ডাকেনি, ভুল ভাঙ্গায়নি।
মনের সুপ্ত কথার রঙে রঙিন ব্যথা,
তুমি বিহীন চলে গেছে কত রাত, কত দিন।
বুকে চাপা কষ্ট , মাতাল সুরে বেজেছিল,
অচিন পাখির করুন কাহিনী।
পাগলের মতো ছুটেছিলাম তাকে ধরতে
বিফলে গিয়েছিল সব চেষ্টা , হীন মনে ভুগে ছিল।
রাতের শেষে ভোরের আলো দেখা মিলেনি,
এ ভাবেই কেটেছে অনিদ্রা রজনী।