
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
এমন অঝোর বর্ষা ঝরার রাতে
যা বলা যায় তার সাথে,
সে, যে হাত ধরে চলে ছিলো এক সাথে
এমন কোনোএক ঘনকাল প্রভাতে !
এমন রাতে তাকে বলা যায়
যাকে দিয়েছিলাম তৃষ্ণা ভরা মরু হৃদয়,
যে ভালোবেসে ও কাঁদায়, বিরহ ব্যথায়
জলদাগম এলেই তাকে মনে পড়ে যায়!
বর্ষায় মন নেচে ওঠে ময়ূরীর মত
মনে পড়ে তাকে পেখম মেলে আদর করেছে যত!
সভ্যতার মহাকাল ভেঙ্গে জেগে ওঠে অদম্য এক যৌবন
দৃষ্টিতে ভাসে তার ষোড়শী মধু ভরা মৌবন !
নভশ্চরের মালা গাথা আমায় নিয়ে যায় বিল-ঝিল মধুমতী র ঘাটে
গ্রাম্য বধূ বৃষ্টিতে ভিজে, নদীর জলে ভরে কাখে কলসি নিয়ে হাটে,
সিক্ত শাড়ী তার উচু নিচু গিরিখাত, রাখাল ধবলী নিয়ে ফিরে ফিরে দেখে
উঁকি দেয় সুউচ্চ উর তার ভিজা কুঁচকানো শাড়ীর বাঁকে!
বর্ষার অঝোর ধারায় মানব মনে আসে তটিণী-র জোয়ারের প্লাবন
অঝোর ধারায় জলধর প্লাবিত করে নদনদী বিল ক্ষেত বন!
দম্পতি রমণ করে প্রমোদমত্ত নিজ নিজ ঘরে
হয়ইনি কারো বাহিরে যাওয়া, উপভোগী জলধর, সব হবে পরে !