
মুনাফিকের চিহ্ন
তিন আচরণ থাকলে তারে
মুনাফিক যে কয়,
জাহান্নামের সর্বনিম্নে
শাস্তি তাদের হয়!
মুনাফিকের চিহ্ন তিনটি
রাসুলুল্লাহ বলে,
কথায় কথায় মিথ্যা বলে
কোনো কিছু হলে।
আমানতের খেয়ানত করে
আছে অনেক ভাই,
কারো আবার কথার সাথে
কাজের মিল নাই।
এসব হলো মুনাফিকের কাজ
ধরলাম আমি তুলে,
থাকতে জীবন স্মরণ রেখো
যেও না কভু ভুলে।
অহংকার
অহংকার হলো রবের চাদর
দিও না ধরে টান,
আল্লাহ যদি নারাজ হয়
থাকবে না আর মান।
অর্থ সম্পদ বাড়ি গাড়ি
করছো তুমি বেশ,
এসব কিছু থাকবে না আর
হয়ে যাবে শেষ।
থাকতে সময় করিওনা না
এমন বড় ভুল,
এই কথা টা মনে রেখো
অহংকার পতনের মূল।
সহি নিয়তে কুরবানী
মাংস যায় না রবের কাছে
রক্ত নাহি যায়,
বান্দর দিলে কী আছে
রব সেটা দেখতে চায়।
ছোট বড় কালো সাদা
দেখার বিষয় নয়,
সহি নিয়তে কুরবানী করলে
রব খুশি হয়।
কুরবানির মাংস তিন ভাগে
ভাগ করো ভাই,
নিজ আত্মীয় ও গরীব দুখি
সবাই মিলে খাই।