শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের তারনণীপুরে কবি আলিবর্দী খাঁ ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার

Coder Boss
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৭ Time View

 

সংবাদদাতা, ভারত:

গত ১লা জুন রবিবার বিকেল ২টা থেকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের তরণীপুর প্রাথমিক বিদ্যালয়ে কবি আলীবর্দী খাঁ ফাউন্ডেশনের উদ্যোগে সাহিত্যিক কবি সিকান্দার আলির ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিত হলো তাঁর পিতা মোঃ মহম্মদ আলিকে নিয়ে সেমিনার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব এ কে শাহজাহান সাহেব।
আলোর সন্ধানে প্রকাশনী থেকে প্রকাশিত কবি সিকান্দার আলি সম্পাদিত “তরণীপুর গোবিন্দপুর অঞ্চলের ইতিকথা” ও সরবত আলি মণ্ডল সম্পাদিত দ্বিতীয় সংস্করণ- “পরিচয়ের গভীরে সিকান্দার আলি”। তরুণীপুর গোবিন্দপুর অঞ্চলের ইতিকথা, বইটি রিভিউ করেন আলোর সন্ধানে পত্রিকার সম্পাদক কবি আনারুল হক মহাশয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় সম্মানিত হন গল্পকার, কবি ও সাহিত্যিক ডাঃ সাইদুর রহমান সাহেব। উক্ত অনুষ্ঠানে মানপত্র ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় যে সমস্ত শিক্ষক, কবি, সাহিত্যিকদের তাঁরা হলেন মাকফুর রহমান, সরবত আলি মণ্ডল, মিয়ারাজ মন্ডল, জিয়াউল হক মন্ডল, এ কে শাহজাহান, আদিত্য বিশ্বাস, মোঃ শাহিন আলম ফকির, সিদ্ধার্থ বিশ্বাস, ফারহান আক্তার, মোঃ মফিজুর রহমান, রুমা মন্ডল, শিলা দত্ত, মাহমুদা খাতুন, রফিকুল ইসলাম, শামীম সরদার, ইউনুস হোসেন, রঞ্জিত মন্ডল, পঙ্কজ কুমার মন্ডল, নুরুল হক মন্ডল, মাহাবুব হাসান, মোয়াজ্জেম খান, শ্যাম প্রসাদ সরকার, স্মৃতি সরকার, তৃপ্তি স্বর্ণকার, আখের আলী, আসিবুর রহমান, বেডসের রাজ্য সম্পাদক শাহজাহান মন্ডল, আলফাজ হোসেন, মহিউদ্দিন সাহেব ছাড়া আরো অনেকেই। বালকী উচ্চতর বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত এবং অন্যান্য শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন সিকান্দার আলি সাহেব। সকাল থেকে আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাকফুর রহমান সাহেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102