মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
ঝড় আসে তুফান আসে,
জমাট বাঁধে মেঘ।
কালবৈশাখী বাড়ায় জোরে,
বাতাসের গতিবেগ।
চাঁদ সূর্য যায় ঢেকে ফের,
আঁধার নামে কালো।
চারিদিকে ঘুটঘুটে তাঁর,
যায় না দেখা ভালো।
ঝড় আসে তুফান আসে,
মেঘ ডাকে গুড়ুম গুড়ুম।
আকাশ থেকে বৃষ্টি পড়ে,
রুমঝুম রুমঝুম রুমঝুম।
ঝড় আসে তুফান আসে,
গাছ পালা পরে উপরে।
ক্ষেত খামারের ফসলগুলো,
দুমড়ে মুচড়ে সব পড়ে।
হঠাৎ করে মেঘ কেটে যায়,
দুর আকাশে সূর্য উঠে।
আধার কেটে আলো আসে,
সবাই প্রাণ খুলে হাসে।