হে পিতা, আপনার চক্ষে দেখি সাহসের ঝলক।
ঘামের গন্ধে লুকানো ভালোবাসা।
নিঃশব্দে কাঁধে তুলে নাও জীবনের ভার।
সকাল হলে ছুটে চল সংসারের পানে।
সন্তানের মুখের দিকে তাকিয়ে দাও নিজের সুখ বিসর্জন।
নিজে না খেয়ে খাওয়াও আপনজনদের।
বিপদে-আপদে দাঁড়িয়েছেন নিরাপত্তার দেওয়াল হয়ে।
ইতিহাস দেখ বাবা মানে নিরব যোদ্ধা।
হে পিতা, আপনি শিখিয়েছেন
কীভাবে বিপদে ধৈর্য ধারণ করতে হয়,
আবার কখন কোমল হতে হয়।
বাবা, আপনি আমার অনুপ্রেরণা,
অভিভাবক হিসেবে আপনিই সেরা।
আপনিই ভরসার একমাত্র প্রতীক।
আপনি প্রথম শিক্ষক, শিখিয়েছেন লিখতে।
আপনার হাত ধরে চলা শুরু পথচলা।
হে পিতা, আপনি যে বটবৃক্ষ,
ছায়ার মতো রেখেছেন আগলে।
একটু অসুস্থ হলে চিন্তায় হন আকুল।
আপনি আছেন বলেই জীবনের এত মোহনা।