রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে প্রচার চালাবে বিকল্পধারা বাংলাদেশ বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে ডিমলায় আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি জোটগত নির্বাচনে ঐক্যের ডাক, লোহাগাড়া এনসিপি- জামায়াতের মত- বিনিময় কবিতাঃ অক্ষয় এক যুবতী! নির্বাচনী প্রচারণায় নরসিংদী-২ (পলাশ) বিএনপি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জগন্নাথপুরে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল মার্কায় ভোটারদের ব্যাপক সমর্থন শীতের কুয়াশায় পিঠার সুবাস মোরেলগঞ্জ মডেল একাডেমির পিঠা উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যের অনন্য মিলনমেলা ধর্মপাশায় ইয়াবা সহ ৩ জন গ্রেপ্তার জগন্নাথপুরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এমপি প্রার্থী তালহা আলম বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের সমথর্নে গণসংযোগ

আজ নতুনতারা ও সাইফুর মিনা’র শুভ জন্মদিন

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১২ Time View

নিজস্ব প্রতিবেদক:

এক নজরে নতুনতারা…..

সামাজিক, মানবিক, পরিবেশ, গণসচেতনতা, নগর উন্নয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক সহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নতুনতারা ও সাইফুর মিনা এক সুতোয় জড়িত। আজ ১৮ জুন নতুনতারা ও সাইফুর মিনা’র শুভ জন্মদিন। 

নতুনতারা ২০১৯ সালের ১৮ জুন খুলনা শহরে প্রতিষ্ঠিত হয়। নতুনতারা এর প্রতিষ্ঠাতা সাইফুর মিনা। খুলনায় দ্বিতল নিজস্ব ভবনে কেন্দ্রীয় প্রধান কার্যালয়। এছাড়া গোপালগঞ্জ ও বরিশাল জেলায় নিজস্ব ভবন এর কাজ চলমান। ভারতের কলকাতায় বারাসাতে নিজস্ব জমি রয়েছে । বাংলাদেশের ৬৪ জেলায় কমিটি ও কার্যক্রম রয়েছে। ভারতের ২৮টি প্রদেশে কমিটি ও কার্যক্রম রয়েছে। পৃথিবীর ৩৪ টি দেশে কমিটি ও কার্যক্রম রয়েছে। সাপ্তাহিক নতুনতারা নামে একটি পত্রিকা আছে। নিজস্ব প্রকাশনা ও নিজস্ব ছাপাখানা রয়েছে। একটি শক্তিশালী পাবলিক লাইব্রেরি রয়েছে খুলনায়। এ পর্যন্ত ২৪ টি জাতীয় ও ৭ টি আন্তর্জাতিক অনুষ্ঠান সাফল্যের সঙ্গে নতুনতারা পরিবার সম্পন্ন করেছে । রমজান মাসে পুরো মাস জুড়ে ভ্রাম্যমাণ ভাবে ইফতার বিতরণ করা হয়। দুই ঈদের সকালে ভ্রাম্যমাণ ভাবে মিষ্টি ও সেমাই বিতরণ করা হয়। ঈদ সামগ্রী ও ঈদ উপহার ও নগদ অর্থ নিয়মিত বিতরণ করা হয়। শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ বিতরণ ও লাগানো হয়। পাগল ও ভবঘুরে দের মাঝে বিভিন্ন সময়ে রান্না করা খাবার দেওয়া হয়। চট্টগ্রাম এর সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ২০ টি পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সিলেটের ভয়াবহ বন্যায় নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সর্বোপরি নতুনতারা আপনাদের আন্তরিক ভালোবাসা ও পরম সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চায় অনেক দূর। এ যাত্রা পথের সহযাত্রী হিসেবে পাশে থাকার আমন্ত্রণ। 

এক নজরে সাইফুর মিনা….. 

সাইফুর মিনা সাহিত্যে ব্যবহৃত নাম। সার্টিফিকেট নাম মোঃ সাইফুর রহমান মিনা। ১৯৭৮ সালের ১৮ জুন গোপালগঞ্জ জেলার সদর থানাধীন জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্ম। পিতা মরহুম সৈয়দ আলী মিনা ও মাতা সৈয়দা হেনা বেগম। ৩ ভাই ও ১ বোন। বাবার ব্যবসাসূত্রে খুলনা শহরে বেড়ে ওঠা। শিশুকাল থেকে সাইফুর মিনা কবিতার ভালোবাসায় বেড়ে উঠেছেন। খুলনা বেতারের শিশুতোষ অনুষ্ঠান কল্লোলের মাধ্যমে কবিতা আসক্ততা শুরু। মায়ের অনুপ্রেরণায় চতুর্থ শ্রেনীতে পড়া অবস্থায় দৈনিক হিযবুল্লা পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপরে শুধুই এগিয়ে যাওয়া। ঐ বয়সেই দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক জনবার্তা, সাপ্তাহিক জনভেরী, দৈনিক জন্মভূমি সহ খুলনার সকল স্হানীয় ও ঢাকার জাতীয় পত্রিকায় কবিতা, ছড়া, ছোট গল্প, উপন্যাস, বিষয় ভিত্তিক প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হতে থাকে। 

ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় প্রথম একক কবিতা গ্রন্থ প্রকাশিত হয় লেটার প্রেসে। এ পর্যন্ত ৮ টি কবিতা, ২ টি উপন্যাস, ২ টি ছড়া, ১ টি ছোট গল্প, ১ টি নাটক সহ মোট ১৪ টি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৫০ টির মতোন যৌথ গ্রন্থ সম্পাদনা করেছেন। মাসিক হাতিয়া, মাসিক স্রোত, সাপ্তাহিক নতুনতারা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। আন্তর্জাতিক সংগঠন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক, যাঁর কার্যক্রম বর্তমানে ৩৪ দেশে চলমান। নতুনতারা টেলিভিশন এর ব্যবস্হাপনা পরিচালক। 

দেশ বিদেশের প্রায় ১৫০ টি সম্মাননা অর্জন করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ভারতে বাংলাদেশ দূতাবাস থেকে মহাত্মা গান্ধী স্বর্ণ এ্যাওয়ার্ড, ফিলিস্তিন রাষ্ট্রদূত এ্যাওয়ার্ড, পাকিস্তান রাষ্ট্রদূত এ্যাওয়ার্ড, ইরান রাষ্ট্রদূত এ্যাওয়ার্ড। এ পর্যন্ত বিশ্বের ১৮ টি রাষ্ট্রে ভ্রমণ করেছেন। 

মায়ের অনুপ্রেরণা ও বর্তমানে স্ত্রী নুসরাত জাহান নূপুর মিনা’র অনুপ্রেরণায় এগিয়ে চলছেন। এক ছেলে ও মেয়ের জনক। পেশায় একটি স্বনামধন্য কোম্পানির মালিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102