কলমেঃ মৌসুমী আক্তার
ভোরের সূর্য দেখেছো ?
রক্তিম সূর্য যখন নরম আলো ছড়ায়,
প্রাণ সঞ্চার করে প্রতিটি জীবন্ত সৃষ্টিতে,
সেই নরম আলোতে অবগাহনে
আমি তোমাকে চাই।
উদাস আর ক্লান্ত দুপুরের শ্রান্তি ভেঙে,
উদ্যোম আর অনুপ্রেরনার উৎস হিসেবে,
জীবনের সবটুক সাফল্য স্পর্শে
আমি তোমাকে চাই।
একাকী বিকেলের নির্জনতায়,
অচেনা মেঠোপথে পাশাপাশি হেঁটে,
পৃথিবীর সবটুকু ভালোলাগা কুড়াতে
আমি তোমাকে চাই।
নিঝুম পূর্নিমার রাতে যখন
সাদা জোৎস্নায় ভেসে যায় সবকিছু,
সেইক্ষণে জ্যোৎস্না স্নানে
আমি তোমাকে চাই।
গন্তব্যহীন, চালকহীন কোন ট্রেনে,
যখন আমি একাই যাত্রি ,
সেই ট্রেনের সহাযাত্রী হিসেবে
আমি তোমাকে চাই।
গহীন অরণ্যে খুঁজে খুঁজে
সুখ পাখিটাকে ধরে আনতে,
বিশ্বস্ত সহচর হিসেবে
আমি শুধু তোমাকেই চাই।