শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
গঙ্গা–পদ্মার ন্যায্য হিস্যা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিশাল গণসমাবেশ হাওরাঞ্চলের উন্নয়নে ধানের শীষে ভোট চান আনিসুল হক ট্রাভেল এজেন্সির প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি, আটাব, বায়রা ও হাবের মানসিক চাপদাতা: জীবন্ত লাশ বানানোর ভয়ঙ্কর হত্যাকারী সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে জনগণের আমানতের খেয়ানত হবেনা- এডভোকেট ইয়াসীন খান সিডর আঘাতের ১৮ বছর, ভেড়িবাঁধের অভাবে আজও দুর্ভোগে, ১৮ কিলোমিটার রাস্তা ও বেড়িবাঁধের দাবি সুন্দরবন উপকূলে পাউবোর জমিতে অন্তত দুই হাজার স্থাপনা: দখলদারদের দৌরাত্ম্য, উচ্ছেদে নেই দৃশ্যমান অগ্রগতি শীতের শুরুতেই বাগেরহাটে অতিথি পাখির আগমন শুরু মোরেলগঞ্জে ২৫৭ শিক্ষার্থীর অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন বেসরকারি বৃত্তি পরীক্ষা মোরেলগঞ্জে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীর পলাশে ২০৫০ জনের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১০১ Time View

নরসিংদী প্রতিনিধিঃ

২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় পলাশ উপজেলায় বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার।
আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালেহ উদ্দিন এবং শারমিন আক্তার।
আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কর্মকর্তা বৃন্দ।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার, হাইব্রিড মরিচ বীজ, গ্রীষ্মকালীন শাক সবজি বীজ, লেবু, তাল, আম, নারিকেল, বেল, জাম, নিম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।

এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন বৃদ্ধি, কৃষি কাজে আগ্রহ সৃষ্টি এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা।

এই প্রণোদনা কর্মসূচিতে বিনামূল্যে ৮৫০ জন কৃষক ৫ কেজি বীজ,১০ কেজি DAP ও ১০ কেজি MOP সার, ৩০০ টি নারিকেলের চারা বিভিন্ন প্রতিষ্ঠানে, ৩০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম মরিচের বীজ ৫ কেজি DAP,৫ কেজি MOP স্যার ও বালাইনাশক, ৫০ জন কৃষকের মাঝে লেবুর চারা ও জৈব সার ,১০০ টি তালের চারা বেরা সহ এই কর্মসূচির আওতায় বিনামূল্যে পাচ্ছে।

তাছাড়া ৮০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাক সবজির বীজ ৩৫ কেজি DAP, ৫ কেজি MOP সার, ৫০ জন কৃষকের মাঝে পাঁচটি করে উন্নত জাতের আমের চারা, ৭২০ জন শিক্ষার্থীর ( কৃষকের সন্তান) মাঝে ৪ টি করে নিম,বেল,জাম,ও কাঁঠালের চারা প্রণোদনার আওতায় বিনামূল্যে পাচ্ছে।

অনুষ্ঠানটি আয়োজন করে পলাশ উপজেলা কৃষি অফিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102