লেখক: নুপুর রায়
তুমি কাছে থাকলে হাসে জীবনভর,
আলো ঝরে মনে, কাটে না অন্তর।
সবকিছুই ভালো, লাগে আপন-আপন,
প্রতিটি মুহূর্তে খুঁজে পাই সাধন।
তুমি না থাকলে থেমে যায় গান,
বেদনায় ডুবে যায় প্রাণের আকাশপান।
হাসির ছায়া মরে, কেঁদে ওঠে বুক,
তোমায় ছাড়া লাগে নিঃস্ব এই সুখ।
যদি বুঝতে মনের গোপন ভাষা,
বলতে না কখনো এমন হতাশা।
তুমি কি জানো না কেমন লাগে?
ভালোবাসা বাঁচে শুধু তোমার ভাগে।
তোমার স্পর্শ মানে শান্তির ঘ্রাণ,
তোমার নামেই বাঁচে আমার প্রাণ।
তাই বলি শ্রদ্ধায়, অভিমানে ভরে—
ফিরে এসো তুমি, থাকো আমার ঘরে।