তুই যে আমার জীবনের সেই বাঁশি,
তোর সুরে ভেসে যাই, প্রাণ খুলে হাসি।
জনম জনম ধরে তুই আছিস মোর মনের গহীনে,
তোর বিনা এ জীবন আমার—বাঁচব বল কেমনে?
আমার হৃদয় কেটে এনে দেব তোরই হাতে,
আঁখিজলে তোর নামটি লিখব আমার সাথে।
তুই বলবি, “পাগল রে! আমি বন্ধু তোরই কেবল,”
তুই যে আমার বাঁচার আশার একমাত্র সম্বল।
মাঠে অনেক ফসল ফলে,
একটি শিষ নষ্ট হলেও—
মাঠ তবু মাঠই থাকে,
ভরা থাকে শ্যামলেও।
তুই তো আমার, এমনই তুই,
তুই ছাড়া নাই কোনও কিছুই।
তোর শ্বাসে বাঁচি আমি—তুই মোর সকল।
তুই বলবি, “পাগল রে! আমি বন্ধু তোরই কেবল,”
তুই যে আমার বাঁচার আশার একমাত্র সম্বল।।
তুই যে মোর হাড়ের ভিতর কষ্ট-পাথর,
দুঃখের বৃষ্টিতে তুইই শীতল ছাতা-তর।
ভোলার সাধ্যি কি আছে তোরে?
বল না সখি, বল!
তুই বলবি, “পাগল রে! আমি বন্ধু তোরই কেবল,”
তুই যে আমার বাঁচার আশার একমাত্র সম্বল।