শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

কলামঃ আমি বিস্মিত!

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আমি বিস্মিত হতভম্ব আশ্চর্যান্বিত অবাক, এত কম আই-কিউ ব্যক্তিকে বাংলার “নোবেল বিজয়ী উচ্চ শিক্ষিত গর্ব করার মত ব্যক্তি ডঃ ইউনূস স্যার” কেন প্রেস সচিব করেছেন! “জনাব শফিক সাহেব” ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টার মার্কের সাথে ঠিক মত সমন্বয় করতে পারলেন না, জনগণের ধাওয়া খেয়ে হোঁচট খেলেন পুলিশ থাকতেও! বৃটেনের প্রধানমন্ত্রী লন্ডন নাই বলেও গুজব ছড়ালেন! তিনি বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করতে পারেন মুখরোচক ভাবে, এই সমালোচনার বিষয়বস্তু কি হবে তা নিয়ে দুটো কথা!

প্রিয় পাঠক, বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ। এদেশে মসজিদ মাদ্রাসা যেমন হয় তেমনি সরকারি পৃষ্ঠপোষকতায় মন্দির গীর্জাও তৈরি হয়! কিন্তু আশ্চর্যজনক ভাবে খেয়াল করলাম বিগত স্বৈরশাসক বলে সমালোচনা শুরু করলেও বিষয় বস্তু “বিগত সরকারের আমলে ৫৬০ টা মডেল মসজিদ তৈরির অপরাধ! জনাব শফিকুর রহমান উপদেষ্টা নন তবে অনেক উপদেষ্টার উপদেষ্টা! এমন সমালোচনা আওয়ামীলীগ করলে বায়তুল মোকাররমের গেট থেকে ধর্ম গেলো মিছিল বের হতো! এখন যদি ও কেউ দেশ বিক্রির কথা বলে না, দেশ আছে কি নাই সে খোঁজ ও নেয় না! দেশ কেনার খরিদদার ভারত ছাড়া অন্য যেকোন দেশ হলে সব জায়েজ! এদেশে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করা দল ও গাজা হত্যার নিন্দা করে না, ইরান হামলার নিন্দা করে না!
সে যা হোক —

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি নিশ্চয় জানেন না শেখ হাসিনার ৫৬০ টা মডেল মসজিদ তৈরির ছাড়াও আরও অনেক ইসলামি কুকর্ম করেছেন!
৫৪৭ টা আলীয়া মাদ্রাসা এমপিও ভুক্ত করে সরকারের বিরাট লোকসান করেছেন, কওমি মাদ্রাসা কে শিক্ষা হিসাবে স্বীকৃতি দিয়ে সাধারণ শিক্ষার সম মর্যাদা দিয়েছেন, ঈমাম দের সরকারি করন ও বেতন ভাতার প্রথম স্টেপ শেষ করেছেন! বাংলাদেশে প্রায় সাড়ে চার লাখ মসজিদ যেমন আওয়ামী অবদান তেমনি ৪০ হাজার মন্দির ও করে দিয়েছেন! ছয়টা গির্জার সন্মেলন হল আছে যার ধারন ক্ষমতা চার লাখ মানুষ!

তিনি কি জানেন “শেখ হাসিনার বাবা” যাকে ইউনেস্কো বৃটিশ সহ অনেক দেশের যাদু ঘরে স্ট্যাচুর নিচে জাতির জনক কথাটা লেখা আছে সেই “মুজিব” ও অনেক ইসলামি কুকর্ম করে গেছেন! যেমন ইসলামি ফাউন্ডেশন স্হাপন, ২৬০ বিঘা জমি তবলীগ জামাতের জন্য জায়গা করে দিয়ে গেছেন তুরাগ তীরে , দৌড়াদৌড়ি করে O I C সদস্য করে গেছেন! দেশ থেকে দেশন্তরে ঘুরে প্রয়োজনীয় সংখ্যাক দেশের স্বীকৃতি নিয়ে তিনি বাংলাদেশ কে U N O র সদস্য পদ সংগ্রহ করে দিয়ে গেছেন! তিনি মদ আমদানি বন্ধ করে গেছেন, ঘোড় দৌড় বন্ধ করে ঘোড়া পিছু লাখ লাখ টাকা জুয়ার ব্যববসা বন্ধ করে গেছেন!
দারুন লস প্রজেক্ট করে গেছেন শেখ হাসিনা ও তার বাবা, তাই না শফিক সাহেব? আমার মনে হয়এত ইতিহাস আপনার জানা নাই তাই শুধু মডেল মসজিদ করে দেশের অর্থ অপচয় সমালোচনা করেছেন! বিচার শেখ হাসিনার বাবার থেকেইতো শুরু করতে পারেন, অবশ্য টুঙ্গিপাড়া মাজার ভাঙা “মার্চ টু গোপালগঞ্জ কি সেই ইসলামি কুকর্মের শাস্তি!” তা ভালো, তবে আপনি তো ডঃ ইউনূস স্যারর প্রেস, মাত্র ৫৭ জন বার্ন ইউনিটে কাতরানো বাচ্চাদেরর জন্য অফিসিয়াল পেজে প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধন্যাঢ্য ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন! তা কেন করতে দিলেন, তিনি ফ্রান্স থেকে ফিরে ৮ ই আগষ্ট ক্ষমতায় বসে কি কি বেনিফিট নিয়েছেন বাংলাদেশ সরকারি তহবিল থেকে, কত টাকা আদালত নির্দেশের ট্যাক্স মওকুফ সহ নোবেল টা ও ট্যাক্স ফ্রী করে নিয়েছেন! ৫৭ টা পুড়ে যাওয়া শিশুর চিকিৎসায় যদি ৫৭ কোটি টাকা লাগে তাকি জন দরদী স্বৈরশাসকের স্থলাভিষিক্ত ইউনূস স্যার নিজ পকেট থেকে দিতে পারলেন না?
কোন একটা মেয়েকে দেখলাম এ বিষয় নিয়ে ভিডিও করেছে, ” ছিঃ ছিঃ লজ্জায় মরেছি —

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102