শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় সাবেক এমপি ও পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞার ৫৪তম শাহদৎ বার্ষিকী পালিত

Coder Boss
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭৬ Time View

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় মতলেব-মেহের ফাউন্ডেশনের উদ্যোগে তদানিন্তন পূর্ব পাকিস্থানের রায়পুরা-শিবপুর এলাকা হতে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য ও পার্লামেন্টারি সেক্রেটারি আব্দুল মতলেব ভূঞার ৫৪তম শাহদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল কোরআন খতমের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকালে নরসিংদীর রায়পুরায় থানা হাটি কবর জিয়ার ও কোরআনখানি শেষে মেহের হাউজে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য ও মতলেব-মেহের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার আহমেদ ভূঞা (ইতু)। তিনি বলেন, আব্দুল মতলেব ভুইয়া দেশবরণ্য পার্লামেন্টারি সেক্রেটারি হিসেবে দেশের জন্য ব্যাপক অবদান রেখেছেন। তিনি তার এলাকায় পিটিআই,কলেজ,মাদ্রাসা সহ অসংখ্য উন্নয়ন মুলক কাজ ইতিহাসের পাতায় স্বরনীয় হয়ে আছেন। তিনি কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন সবসময়। রাজনীতিতে কর্মী তৈরি ও এলাকার উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এই এলাকার মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন। সকল নেতা-কর্মী জন্য তার দরজা সবসময় খোলা ছিল। রাজনীতি করতে গিয়ে অনেকবার জেল খেটেছেন। নির্যাতনের শিকার হয়েছেন।
মরহুমের আতœার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক,রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক বশির আহম্মদ মোল্লা,উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শাহেদ আলী, উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এরশাদ গাজী,শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী মো: আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের নেতা সম্বনয়ক সামসুর রহমান জয়, বিশিষ্ট ব্যবসায়ী মো: ফারুক মিয়া সহ বিভিন্ন পেশার অসংখ্য নেতৃবৃন্দরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102