না বলা অভিমানগামী ট্রেনগুলো ছুটে চলেছে সময়ের উদ্দেশ্যে নিদারুন স্পর্শে কলমের কতকথা লিখছে আগামীর ইতিহাস যত ব্যর্থতার শিলালিপি সৌজন্যের আঁকড় কাটে বইয়ের পাতায় আর একটা বিকালের চাঁদ আমায় পূর্ণিমা হতে শিখিয়েছে
অথচ যার সারা শরীর অমাবস্যায় আঁকা।