শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

কবিতাঃ শ্রাবণের কান্না!

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার

শ্রাবণের ঢল যেমন ঢালছে বারি আকাশ ফেটে
মানুষের রক্তস্রোত বহাচ্ছে নারীর স্তন কেটে !
শিশুর গলাকাটা লাশ পড়ে থাকে এঁদো ডোবায়
বিচার বিহীন দেশ একদল অনাহুত লোক চালায়!

গণতন্ত্র দেবে, দেবে অধিকার সমান ভাবে
ক্ষমতায় এসেছিলো সেই গত সালে, কে কবে?
শ্রাবণের অনিশ্চিত বৃষ্টির মত যখন-তখন
অনিশ্চিত বাঙালির জীবন, এই বুঝি এলো মরণ?

স্বজনপ্রীতি দুর্নীতি লুটপাট চাঁদাবাজি টাকা পাচার
বর্তমান সরকারের এ-ই হলো গত এক বছরের আচার!
কত জন, লাশ হয়েছে, কত হয়েছে খুন-গুম
বে-হিসাব বেশুমার কেড়েছে মানুষের ঘুম!

দেশটার সার্বভৌমত্ব আজ সারাবিশ্বে প্রশ্নের মুখে
দায়িত্বহীন সরকার তার সাঙ্গপাঙ্গরা আছে মহা সুখে!
কোন আইনে কার চাকুরী কখন যাচ্ছে চলে
কাউকে ঘর হারা, কাউকে চাকরি হারা করছে না বলে!

এই হলো মানবতা মনুষ্যত্ব গণতন্ত্রের নমুনা এদেশে
শাসকরা চুপচাপ ঘুঘু চড়াতে ব্যস্ত ছদ্মবেশে!
বিচারকের কুরসি যায় বিচার বিহীন
এ কোন দেশ থেকে আগত, পদে বসে আস্কারা দেয় যতী চরিত্রহীন!

বৃষ্টির ঢল বয়ে চলেছে আনমনে, ক্ষণে ক্ষণে
কোটি কোটি টাকা পাচার করছে, দেশের কল্যাণের নামে, জনে-জনে!
হায়রে হতভাগা হায়েনার থাবায় বার-বার পড়া, আমার দেশ
এবারে আক্রমণ পতাকা কামড়ে খাওয়ার দল, দেশটা করলো শেষ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102