শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

সুনামগঞ্জ – সিলেট সড়কে বাস সিএনজি সংঘর্ষ প্রাণ গেল ৩ জনের আহত ২

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯৯ Time View

 

একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। বুধবার দুপুরে পৌঁনে একটায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পর বাস চালক পালিয়েছে। দুর্ঘটনার পর বাহাদরপুর এলাকায় সড়কের আশপাশের শত শত মানুষ এসে জড়ো হওয়ায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি, তিনি সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে এবং অন্য শিক্ষার্থী স্নেহা চক্রবর্ত্তী (১৮), তিনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে সুনামগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন। তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। এছাড়া শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০) নামের আরও একজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাস (নম্বর সিলেট ব-১১-০১১১) এবং সুনামগঞ্জগামী সিএনজি মুখোমুখী সংঘর্ষ বাধে। দ্রুতগামী বাসটি উল্টোসাইডে (রং সাইডে) গিয়ে সিএনজিকে আঘাত করে। এসময় সিএনজি যাত্রীরা হতাহত হন। আহত যাত্রীরা নাম সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের ঐশী রানী পাল (১৮), তিনি গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে। অন্যজন জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে সিএনজি চালক রশিদ মিয়া। অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে। চালক ও হেল্পারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102