
মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভর পুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন সভা২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১৭ আগস্ট) দুপুরে বিশ্বম্ভর পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার সুমন চন্দ্র বর্মন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। সভায় জানানো হয়, ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত উপজেলার সকল শিশু কিশোরদের আগামী ১লা সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে।উক্ত ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সভায় বিস্তারিত উপস্থাপন করা হয়।
তাছাড়া এ বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। উক্ত ক্যাম্পেইন কে সফল করার লক্ষ্যে উপস্থিত সকল শিক্ষা প্রতি্ষ্টান প্রধানদের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রমজানুল হক, প্রমুখ।