প্রেস বিজ্ঞপ্তি :
সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনা কর্তৃক পরিচালিত সিইউসি স্কুল এর পক্ষ থেকে সি ইউ সি স্কুল ৬১ সাউথ সেন্টাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় ২১ আগস্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ এর সভাপতিত্বে সহকারী শিক্ষক আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায় সুবিধা বঞ্চিত শিশুদের সিইওসি স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউ সাইট প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী আরিফ উদ্দিন আহমেদ, অন্যতম উপদেষ্টা রোটারিয়ান পিপি জনাব মোঃ ইস্তেখার আলী বাবু, উপদেষ্টা জনাব মোঃ রায়হান আহমেদ তাসিন, সি ইউ সি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন,জনাব মোঃ শহিদুল্লাহ শহীদ সহসভাপতি, জনাব মোঃ ইমদাদ আলী সাধারণ সম্পাদক সিইউসি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিইউসি স্কুলের শিক্ষার্থী জুয়েল বিনতে জিকরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, সাংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান, দপ্তর সম্পাদ কারিমা আক্তার, কোষাধ্যক্ষ মিম আক্তার মনিকা, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, মহিলা শিশু বিষয়ক সম্পাদক মুর্শিদা আক্তার, ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান, কার্যকরী সদস্য ধনঞ্জয় রায়, কার্তিক চন্দ্র মন্ডল, সালমা আক্তার, ঝরনা বেগম, হাওয়া রিয়া, মোঃ সোহান, এসকে তানভীর, উম্মে উমামা রাত্রি,সিইউসির সদস্য বৃন্দ, শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ । অতিথিবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে সিউসির কর্মকান্ড এবং সিসি স্কুলের অর্ধ বার্ষিক পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে তাদেরকে আরো ভালো ফল এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা কথা বলেন এবং সিইউসি সংগঠনের সার্বিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বক্তব্য শেষে পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাছের ফলাফল প্রদান করা হয় এবং উত্তীর্ণ মেধাবীশিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে সকলকে নিয়ে নৈশ ভোজ এর ব্যবস্থা করা হয়।