কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
নয়ন কোণে মোর দুর্বা শিশির
আজীবনের ভুলের মাশুল,
ক্ষণিকের অনুভূতি ভুলে সে জন
মিথ্যা রটনায় প্রতিশোধ করে উশুল!
আমি আজ-ও তার আশায় থাকি
তাঁকে নিয়ে জীবন ছবি আকি,
জানি উড়াল দিলে দিগন্তে খগ, দেয় না ধরা
শুধু গুণি আমার জীবন গোধূলি কত বাকী!