কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
হে শ্রাবণ থামি ওনা তোমার জলাধার
এনো না আমার প্রিয়ার চোখে আধার,
তুমি ঘনকাল প্রেমময় প্রেয়সীর শুভ সকাল
জলদগম্ভীর টিনের চালায় খুনসুটি সারা বিকেল!
আধার যখন ঘনিয়ে আসে ধীর পা ফেলে
প্রিয়া আমার ভিজে ভিজে আসে পুরোনো ছাতাটা মেলে!
বর্ষার নব ধারায় ভিজবো দু’জন ছাঁদ বাগানে
ভিজা চুলে কাটবো বিলি সিক্ত দেহে, খোলা গগনে!
টুপটুপ করে কদম রেণুতে ঝরবে বৃষ্টি ফোটা
স্বার্থক কদম ফুলের প্রতি শ্রবনে ফোঁটা !
আমার অধরে ছোঁয়াও তোমার সিক্ত ওষ্ঠ
অণু ভাবো একাকিত্বে ফেলে যাওয়া বি-র হীর কষ্ট!
উষর-মরু হৃদয় খানি মোর আর্দ্র করো
চিবুক তুলে চুম্বনে বৃষ্টির জল ওষ্ঠে ধরো!
তোমার হৃদয় আদ্র্র্র বৃষ্টির অঝোর ধারায়
আরো সিক্ত করো শুষ্ক মরুভূমি না হোক ভাদ্রের খরায়!
আজ আকন্ঠ করবো পান সতেজ হবো কুঞ্জ বনে
শ্রাবন সন্ধ্যায় বিগত বিরহ কষ্টগুলো ধুইয়ে নেবো ছাঁদ বাগানে!
বৃষ্টিস্নাত সন্ধ্যায় কি চায় মন, প্রেমিক জানেনা নিজে
ধুয়ে মুছে দেব বিগত ব্যথ্যা যত বৃষ্টি ধারায়, মনান্দে কত কিযে!