মোঃ আল আমিন, হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলায় হোসেনপুর থানায় শাহেদল ইউনিয়ন এর শাহেদল গ্রামের একটা মানবিক ও অরাজনৈতিক সংঘঠন – হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে
বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ অভিযান এর আয়োজন করা হয়।
আজ ২৩/০৮/২০২৫ রোজ শনিবার বিকাল ৪:০০ টা
শাহেদল ডিএস দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : জুনায়েদ আরিফ,
সহকারী ম্যানেজার
ইনওয়ান বাংলাদেশ লিমিটেড।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : আবদুর রউফ
প্যানেল চেয়ারম্যান ৫ নং শাহেদল ইউনিয়ন ও ৬নং ওয়ার্ড মেম্বার।
আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
উপস্থিত ছিলেন অত্র সংঘঠনের সকল সদস্য বৃন্দ।
সংঘঠনটির বৃক্ষরোপন করার উদ্দেশ্য হলো : একটি বৃক্ষের গুরুত্ব বোঝা ও একটি বৃক্ষ আমাদের দৈনন্দিন জীবন এ কত টুকু গুরুত্ব এবং আমাদের জীবনে বৃক্ষ থেকে কত টুকু উপকারে আসে তা নিয়ে আলোচনা ও সকলকে বোঝা নো হয়।
“বৃক্ষরোপণ শুধু দায়িত্ব নয়,
এটা আমাদের অস্তিত্বের সাথে জড়িত।
গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না,
তাই সবাইকে গাছ লাগাতে হবে।”
“একটি গাছ লাগানো মানে একটি প্রাণ বাঁচানো।
গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়।
আজ যদি আমরা গাছ লাগাই, ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে।
তাই সবাই আসুন, সবুজ পৃথিবী গড়ে তুলি।”
সংঘঠন এর পক্ষ থেকে সকল মানুষদের কে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান করা হলো।
অনুষ্ঠানটি পরিচালনা করেন :
মাও: জাহিদুল ইসলাম ফরহাদ
সভাপতি হিলফুল ফুজুল যুব সংঘ।