শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের বাছাই সম্পন্ন

Coder Boss
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৭ Time View

 

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রথমবারের মতো প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা-২০২৫ এর তিনদিনব্যাপী বাছাইয়ের দ্বিতীয় দিনের বাছাই সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে উপজেলা মডেল মসজিদের হলরুমে দ্বিতীয় দিনের বাছাই অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের বাছাইয়ে অংশ নেন ১৩ জন প্রতিযোগি। বাছাই শেষে ফাইনালের জন্য ইয়েস কার্ড পান ৩ জন। তারা হলেন হাফেজ মো. হাবিবুর রহমান, হাফেজ মো. তাহমিদ হোসাইন নাহিয়ান ও হাফেজ মো. বজলুর রশিদ মাহদি ।
দ্বিতীয় দিনের বাছাইয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ সাইদুর আমিন, হাফেজ শরীফ আহমদ সৌরভ, হাফেজ ছালিক আহমদ ও হাফেজ শাহেদ আহমদ।
দ্বিতীয় দিনের পুরো বাছাই প্রক্রিয়া তদারকি করেন প্রতিযোগিতার পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম। বাছাই শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিযোগিতার উপদেষ্টা মাওলানা নুরুল হক। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ ও কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক মোস্তাক আহমদ।
তৃতীয় দিন অর্থাৎ শেষদিনের বাছাই সোমবার সকাল ১০টা থেকে একই হলরুমে অনুষ্ঠিত হবে জানিয়ে প্রতিযোগিতার পরিচালক আব্বাস হোসেন ইমরান বলেন, ‘এই প্রতিযোগিতায় উপজেলার স্থায়ী বাসিন্দা প্রায় অর্ধশত কুরআনের হাফেজগণ অংশ নিচ্ছেন। বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫ এর প্রথম পুরস্কার নগদ ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার নগদ ২৫ হাজার টাকা। বিশ্বনাথ উপজেলার ১৬ জন প্রবাসী এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছেন। তিনদিনের বাছাইয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্বে রয়েছে রেসকিউ লাইফ ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102