কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তুমি হবে না আর জীবন থাকতে কারো
এমনই বলে হয়ে ছিলে, কেঁদে জরজর!
কথা যখন পারবেনা তুমি রাখতে
পারবে না যখন নষ্ট মনটা ঢাকতে,
তবে কেন নামালে এমন পথে
চড়ালে কেন মিথ্যা আশ্বাস রথে?
আজ আমি নষ্ট পাড়ার নষ্টা মেয়ে
দেখো না আমায় চোরের মত রাত দুপুরে যেয়ে!
ভাগ্য আমায় আনলো টেনে, শকুন যেথা সবে
মন খোজে না কেহ হেথা, দেহ ছিড়ে খাবে!
আহত বিহগ আমি, গাইবো না আর গান
নিয়তি এমন করে পাথরে ঘষে, ভাগ্যে দিলো শাণ!
বুকের অলিন্দে আজ-ও খুঁজি, কেন ছিড়লো গলার মালা
ছিলো কি তাহা সপ্ত আসমানে বসে, বিধির বিধান খেলা
জানি না ফুরাবে কবে এ অপজ্ঞান, আমার এ পথ চলা
শ্মশানে যাওয়ার আগে হলো না কাউকে, উপখ্যান আমার বলা!