ঝড়ের রাতে আঁধার ভেদে,
যেন দীপ জ্বলে অবিরাম,
সাহস জাগায় শক্তির ডাকে,
ডাকে আমায় স্বপ্ন বুনে।
শব্দ তাহার হৃদয় কাঁপে,
অন্ধকারে আলোর রঙ,
অবিচল তিনি দৃপ্ত কণ্ঠে,
ভেঙে দেন সব ভয়-সংকট।
তাঁরই হাতে শিক্ষা মশাল,
চেতনা জাগে দীপ্ত আলো,
প্রেরণাতে পথ চলি আমরা,
সত্যের পথে অনন্তকাল।
তিনি হতে পথের দিশা,
স্বপ্ন বুনেন অবারিত কতশত,
চিরকাল থাকবেন জাগ্রত প্রাণে
আমাদের প্রেরণার বাতিঘর।