শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

নীলফামারীর ডিমলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

 

মোঃ রায়হান পারভেজ (নয়ন)
ডিমলা, নীলফামারী

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন, নারী ও শিশু নির্যাতন রোধ, ইভটিজিং প্রতিরোধ, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। এ সময় নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আলী বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আলী নোমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও মোঃ গোলাম রব্বানী প্রধানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান-প্যানেল চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিজিবির বালাপাড়া ক্যাম্পের শাখার কমান্ডার, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।

আলোচনায় ইউএনও ইমরানুজ্জামান বলেন
“ডিমলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রশাসনের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে, যাতে তরুণ প্রজন্ম মাদক ও অপকর্ম থেকে দূরে থাকে। সবাই আন্তরিকভাবে কাজ করলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।”

সভায় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ মতামত তুলে ধরে স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102