মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঠাকুরের চক গ্রামে নিষিদ্ধ চায়না জাল দিয়ে নির্বিচারে মাছ ধরার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বিনোদ মন্ডলের ছেলে নরেশ মন্ডল নিয়ম অমান্য করে নিয়মিতভাবে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করছেন।
গ্রামবাসীরা জানান, এ ধরনের জাল দিয়ে মাছ ধরার ফলে ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে। বিশেষ করে নদী-খাল বিলের পোনা মাছ ও ডিমওয়ালা মা মাছ ধরা পড়ায় মাছের প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে এলাকার জলাশয়গুলো মাছশূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসী একাধিকবার নরেশ মন্ডলকে এ কাজ থেকে বিরত থাকার জন্য নিষেধ করলেও তিনি সকলের কথা উপেক্ষা করে প্রতিদিনই নিষিদ্ধ জাল ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।