স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিন্সিপাল মোঃ মিজানুর রহমান শিপন।
এডহক কমিটির সভাপতি পদে কয়েক জনের নাম প্রস্তাব করা হলে বোর্ড কর্তৃক মিজানুর রহমানের নাম সভাপতি পদে গৃহীত হয়।
বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে গত ১৬ মার্চ সহকারী বিদ্যালয় পরিদর্শন মোঃ জাহাঙ্গীর আলম এ কমিটি অনুমোদন দেন।
হবিবপুর পশ্চিমপাড়া এলাকার কৃতি সন্তান শিক্ষানুরাগী সমাজসেবক মোঃ মিজানুর রহমান শিপন এন এফ কিন্ডারগার্টেন স্কুল এর প্রিন্সিপাল।
তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ঝিনাইদহ থেকে গ্রেজ্যুয়েশন সম্পন্ন করেন। তিনি সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ম্যাজিস্ট্রেট সুয়েব আহমেদ স্যার ও উনার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।