শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

রানীগঞ্জে স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Coder Boss
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৭২ Time View

 

নিজস্ব প্রতিবেদক:
স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় রানীগঞ্জ ডি এস আলিম মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাওছার তালুকদার সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসাইন।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মোঃ কাওছার তালুকদার গত এক বছরের কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বিজয়, শিক্ষা বিষয়ক সম্পাদক খালিদ হাসান, সদস্য হাম্মাদ সানী প্রমুখ। ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আহম্মদ হোসাইন কাইপ এবং সালমান আহমদ।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লব অগ্রনায়ক জামাল উদ্দিন বেলাল, রানীগঞ্জ কলেজ সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মিসলুর রহমান, রানীগঞ্জ ডি এস আলিম মাদ্রাসার মসজিদের ইমাম ও খতিব মাওলানা শেখ আব্বাস আলী, ইসলামী আন্দোলন জগন্নাথপুর উপজেলা সভাপতি আবু তাহের, জগন্নাথপুর উপজেলা স্টুডেন্টস্ কেয়ার সাধারণ সম্পাদক আলী হোসেন খান, সমাজসেবক মাহমুদুল হাসান তুহিন প্রমুখ।

বক্তারা সংগঠনের প্রশংসা করে বলেন, স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশন ন্যায় ও নীতির ভিত্তিতে কাজ করছে। এ ধারা অব্যাহত থাকলে সংগঠনটি ভবিষ্যতে আরও অগ্রগতি অর্জন করবে। তারা সংগঠনের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সবাইকে ধন্যবাদ জানিয়ে
শেষে মাওলানা শেখ আব্বাস আলীর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। পরে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102